
আপনারা ভোট দিলে বিএনপিকে দিয়েন। না দিলে আপনারা ঘরে শুয়ে থাকেন। কিন্তু আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামায়াত-রাজাকারদের ভোট দিয়ে ঘরে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দিবো না। এভাবেই ভোটারদের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বিরুদ্ধে। ইতোমধ্যে তার এই বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর থেকেই স্থানীয় ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, মতিউর রহমান সাগর দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত । বর্তমানে তিনি নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) রাতে নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের নোয়াদ্দা ঘাট এলাকায় বিএনপি কার্যালয়ে এমন বক্তব্য দেন তিনি। পর পরই বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠে। তবে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে রবিবার দুপুরে তিনি তার ফেসবুক আইডি থেকে বক্তব্যটি সরিয়ে নেন। পরে রবিবার বিকেল চারটার দিয়ে অপর একটি লাইভে তিনি দাবি করেন তার বক্তব্যটি একটি মহল কাটছাট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।
বক্তব্যে তাকে আরও বলতে শোনা যায়, আওয়ামী লীগের যেসকল ভাইয়েরা আছেন, এলাকায় আছেন, দূরে আছেন বিগত দিতে আকাম-কুকাম করেছেন, বিভিন্ন অরাজকতা করেছেন আজকে থেকে মাফ করে দিবো। আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আপনারা এলাকায় থাকবেন। চিন্তা করে দেখেন আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসতেছে। এলাকার স্বার্থে হলেও, উন্নয়নের স্বার্থে হলেও, সুবিধা অসুবিধার স্বার্থে হলেও আপনারা বিএনপির পাশে থাকবেন। যদি আপনাদের দল পুনর্বাসন হয়, আপনাদের দল যদি আবারো কখনো প্রতিষ্ঠিত হয়, আপনাদের দল যদিও আবারো কখনো এদেশের রাজনীতি করার সুযোগ পায়, যদি তখন আপনারা আমাদের ছেড়ে চলে যান তখন আমাদের আপত্তি থাকবে না। আমাদের চোখের সামনে দিয়ে ওই জামায়াত-রাজাকারদের ভোট দিয়ে ঘরে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দিবো না।
তার বক্তব্যের নিন্দা জানিয়ে শরীয়তপুর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল বলেন, আমি যেটা জানি ওনি (মতিউর রহমান সাগর) নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। তার কাছ থেকে এমন বক্তব্য অনাকাঙ্ক্ষিত। যদি এধরণের বক্তব্য এখন আর ভোটারদের উপর প্রভাব পড়েনা। তবুও এধরণের বক্তব্য একজন দায়িত্বশীল নেতার কাছ থেকে আসা সঠিক নয়। বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
বিষয়টির ব্যাপারে জানতে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের মুঠোফোনে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে হোয়াটসঅ্যাপে দুইবার কল দিলে তিনি কল রিসিভ না করে কেটে দেন। তবে তার ফেসবুকে রবিবার বিকেল চারটার দিকে অপর একটি লাইভে তিনি বলেন, তার বক্তব্যটি কাটছাঁট করে অপপ্রচার চালাচ্ছে। এসময় তিনি অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানান।
বিষয়টি নিয়ে জানতে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও নড়িয়া-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণের মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তিনি কল রিসিভ করেননি।