মোঃ আলমগীর হোসেন: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়ায় অবস্থিত মাদরাসায়ে নূরে মদিনায় ২০২৫ সালের হিফজ বিভাগ থেকে কোরআন শরীফ হিফজ সমাপনকারী ১০ জন শিক্ষার্থীকে পাগড়ী ও ক্রেস্ট প্রদান এবং ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) মাদরাসা মিলনায়তনে এক মনোরম পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেড়িহর জামিয়া আরাবিয়া মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস আলহাজ্ব মাওলানা হুসাইন আহমদ। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর নাজিরপুর মাদরাসার শিক্ষাসচিব মাওলানা হাফেজ আব্দুর রহমান।
মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাওলানা হাফেজ শরাফত করীমের সভাপতিত্বে আলোচনা পেশ করেন মাদরাসার সাবেক শিক্ষার্থী হাফেজ কেফায়েত উল্লাহসহ স্থানীয় বিশিষ্ট আলেমগণ। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাহফিলে হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে পাগড়ী পরিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া, প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠান থেকে বহু শিক্ষার্থী সফলভাবে হিফজ সম্পন্ন করেছেন বলে মাদরাসা কর্তৃপক্ষ জানায়।
তারা বলেন, এ আয়োজন শিক্ষার্থীদের কোরআনের প্রতি এবং ইলমে দ্বীনের প্রতি অনুরাগ বৃদ্ধি করে।
অনুষ্ঠানে শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।