মো. আলমগীর হোসেনঃ
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ড. একে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল ৪টায় মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া স্টেশন বাজারে স্থানীয় জামায়াত নেতা কর্মীদেরকে নিয়ে জনগণের সাথে কুশল বিনিময় এবং ব্যাপক গণসংযোগ করেছেন।
গণসংযোগ কালে তিনি স্থানীয়দের সাথে কুশল বিনিময় করতে গিয়ে বলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ইনসাফ ভিক্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। পাশাপাশি আমি আপনাদের ভোটের মাধ্যমে যদি নির্বাচিত হই, তাহলে জনগণের শাসক নয়, সেবক হিসেবে কাজ করবো।

তিনি বলেন -ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী সমমনা দলগুলোর পক্ষে সর্বস্তরের মানুষের যেভাবে বাঁধভাঙ্গা জোয়ার দেখা যাচ্ছে তাতে বিজয় অনেকটাই সুনিশ্চিত ইনশাআল্লাহ। আজকের জনসমাগম তারই একটি উদাহরণ বলে মনে করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদিন পাটোয়ারী, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুন্নবী, সেক্রেটারী মাওলানা ফয়েজুর রহমান, কুমিল্লা জজকোর্ট আদালতের আইনজীবী ও সাবেক ইউপি চেয়ারম্যান এডভোকেট আবদুল বাতেন, নাথেরপেটুয়া ফাযিল ডিগ্রি মাদরাসার গভর্ণিং বডির সভাপতি অধ্যাপক সাঈদুর রহমান, নাথেরপেটুয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুল গোফরান ভূঁইয়া, মনোহরগঞ্জ উপজেলা পূর্ব শিবিরের সভাপতি রবিউল ইসলামসহ উপজেলা ও স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।