প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৭:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ২:২৮ পি.এম
তোমার জন্য –সাঈদা আজিজ চৌধুরী
শাদা ডানায় মন্দ্রিত উড়ন্ত পাখির মতো
দোলনচাঁপার রাতে পূর্ণিমার সাথে দুলছে আকাশ
উড়ছে জোছনার শাদা আঁচল দখিণের দুরন্ত বাতাস
স্বপ্নভূক রাতের আকাশে ঢলোঢলো চাঁদের শরীর
তরঙ্গায়িত সমুদ্র সাদা মেঘের দিগন্তেরেখায় স্থির
অটল পাহাড় নদীর দীর্ঘ শাড়ি নিদ্রাহীন অভিসার।
তোমার জন্য সন্ধ্যার ক্লান্ত হাঁস পালক ঝরায়
তারুণ্যের ফাগুন আগুনের সোনালি শিখায়
অবিমিশ্র চাঁদের ছায়ায় ব্রহ্মাণ্ড,কুহক শীৎকারে ঘুম ভেঙে যায়।
বিচ্ছেদ প্রজ্ঞাপন হিম রাতের কুয়াশায় অকস্মাৎ
কালো মেঘের প্রপাত,তোমার জন্য ভিজি সারা রাত।
সময়ের রাক্ষুসে উদর,ক্ষয় করে অশ্বত্থের শিকড়
বিশাল শাবল হাতে ব্লু শীপ ভাঙছে মানব প্রাচীর
শুধু তোমার জন্য চোখ বেয়ে ঝরছে শিশির।
শুধু তোমার জন্য ব্যাকুল ডানা মেলে
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত