প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৫:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ২:২৬ পি.এম
শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত “আব্দুল মোতালেব মোল্লা স্মরণে ফ্রি মেডিকেল সেন্টার
প্রতি মাসের ন্যায়, আজ ০৭ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত "আব্দুল মোতালেব মোল্লা স্মরণে ফ্রি মেডিকেল সেন্টার" অনুষ্ঠিত হয় বেজপাড়া কমিউনিটি ক্লিনিক/গ্রাম, শিমুলিয়া ইউনিয়ন, শিবালয়, মানিকগঞ্জে। বেজপাড়াসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য রোগী এই মেডিকেল সেন্টারে এসে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
চিকিৎসা সেবা গ্রহনের পর রোগীরা গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল হোসেন মোল্লা এবং শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনকে, এমন একটি মহৎ উদ্যোগের জন্য যেখানে এলাকার মানুষ বিনা খরচে স্বাস্থ্যসেবা পেয়ে সুবিধা লাভ করেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সন্মানিত সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো: সেন্টু খাঁন, মাওলানা মুহিদুল ইসলাম সদস্য, মো: পান্নু মিয়া সদস্য, মো: গিয়াস উদ্দিন ও আরো অনেকেই।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত