প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৫:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ২:১৩ পি.এম
মায়ের জন্য প্রার্থনা –মুক্তা পারভীন
গনতন্ত্রের মা,আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমার আজকের কবিতা।
আজকে আমার মা জননী
বিছানায় সজ্জাসায়ী
কে ছিল এ-র পেছনে বলো
কারা ছিল দায়ী?
বিনা অপরাধে আটকে জেলে
করেছে নির্যাতন
জেল তো নয় তা যেন ছিল
কবরের মতোন।
খাবারে তোমার বিষ মেশানো
জেনেও গেছো খেয়ে
মৃত্যু তোমার তখন থেকেই
আসছে কাছে ধেয়ে।
শত অত্যাচার মুখ বুঝিয়া
সয়ে গেছো তুমি
তবুও কখনো যাওনি ছেড়ে
নিজের মাতৃভূমি।
যারা তোমাকে বিনা কারণে
করেছে গৃহহারা
চোখ মেলে দেখ জনগণ তাদের
করেছে দেশ ছাড়া।
তুমি কাঁদলে দেশ কাঁদে
তুমি হাসলে হাসে
গনতন্ত্র রক্ষা করতে ছিলে
জনতার পাশে।
তাই তো তোমায় আপোষহীন
নেত্রী সবাই মানে
সারা বিশ্ব চেয়ে আছে
শুধুই তোমার পানে।
দেশের জন্য স্বামী সন্তান
দিয়েছো বলিদান
কেমন করে শোধ করিব
তোমার এ-ই ঋন।
সুস্থ হয়ে ফিরবে তুমি
তোমার প্রাণের দেশে
বরণ করবো আবারও তোমায়
আমরা রাণীর বেশে।
মহান প্রভু মাকে মোদের
করো হেফাজত
কষ্ট যতো, লাগব করো
করি মোনাজাত।
মৃত্যু সবার অবধারিত
মানি তো সবাই
তবুও মোরা মাকে প্রভু
আরো কিছু দিন চাই।
ফিরিয়ে দাও মা'কে প্রভু
ফিরিয়ে দাও তুমি
মা'কে পেয়ে ধন্য হোক
আমাদের জন্মভূমি।
তারিখ ঃ ০৭/১২/২৫
(পান্ডুলিপি সংরক্ষিত)
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত