1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
স্বাধীনতার লক্ষ্য এখনো পূরণ হয়নি -ড. সরওয়ার সিদ্দিকী তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ ও শ্রমিক লীগের ২ নেতা গ্রেফতার গণভোট বিষয়ে জনসচেতনতায় ব্যাপক প্রচারণা ইসির মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার হাদিকে হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা তোমাকে না পাওয়ার আক্ষেপ –সারোয়ার মাহিন ডাকসু ভিপি সাদিক কায়েমের নের্তৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও আমাদের ভুলকে শুধরিয়ে নিতে আপনাদের লেখনি উম্মুক্ত – ড.সরওয়ার সিদ্দিকী হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স

নির্বাচনে দায়িত্ব পাবেন না বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় নির্বাচনে বেসরকারি ব্যাংকের কর্মীদের ভোটগ্রহণের দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার অনুষ্ঠিত দশম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান। সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।এর আগে গত ২৩ নভেম্বর বিএনপি লিখিতভাবে দাবি জানায় যে, ইসলামী ব্যাংকসহ সমমনা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ভোটগ্রহণ-সংক্রান্ত দায়িত্ব থেকে বাদ দিতে হবে। তারা সিইসির কাছে ৩৬ দফার প্রস্তাব জমা দেয়, যেখানে বলা হয় ভোটের নিরপেক্ষতা নিশ্চিত করতে রাজনৈতিকভাবে চিহ্নিত বা দলীয় প্রভাব আছে বলে সাধারণভাবে বিবেচিত প্রতিষ্ঠানগুলোর কর্মীদের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া উচিত নয়। উদাহরণ হিসেবে তারা ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল, ইবনে সিনা ইত্যাদি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে।

বিএনপির এই প্রস্তাবের কয়েক দিনের মধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্বেগ প্রকাশ করে। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপির দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন। তার মতে, এসব প্রতিষ্ঠান বহুদিন ধরে জনগণের সেবা দিয়ে আসছে এবং কর্মকর্তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন, তাদের নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই।

এ সময়ে আরও আলোচনায় আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিও, যেখানে ইসলামী ব্যাংকের এক পরিচালক ও জামায়াতের কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম মাসুদকে নির্বাচনে দলীয় কৌশল নিয়ে নির্দেশনা দিতে দেখা যায়। ভিডিওটি ব্যাপক সমালোচনা সৃষ্টি করে।

পরিস্থিতি বিবেচনায় নির্বাচন কমিশন শেষ পর্যন্ত সব বেসরকারি ব্যাংকের কর্মীদের জাতীয় নির্বাচনের দায়িত্ব থেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট