প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৫:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৯:৫৭ এ.এম
জীবন কি? –তাসলিমা আক্তার
জীবন হলো
শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে
পুনরায় শ্বাস-প্রশ্বাস নিয়ে
বেঁচে থাকার প্রশান্তি।
জীবনের মুল্য কত?
জীবনের কোন মুল্য হয়না
জীবন টাকা বা কোন কিছুর
বিনিময়ে কেনা যায় না।
জীবন সৃষ্টিকর্তার দেয়া
সেরা উপহার।
জীবন কেন এমন?
বিধাতার লীলাখেলা বুঝা বড় দায়
মুহুর্তে মানুষ হয়ে যায় অসহায়
বাঁচবে কি মরবে বলতে কেউ পারেনা নির্দ্বিধায়।
জীবন তো একটাই
আমৃত্যু বাঁচার সাধ জাগে সবার
মিছে মায়ার সংসার
টিকিয়ে রাখার প্রচেষ্টা সবার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত