
মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে কুমিল্লার মনোহরগঞ্জে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি এবং কুমিল্লা ৯ মনোহরগঞ্জ লাকসাম আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হামিদুর রহমান সোহাগ, লাকসাম পৌরসভার আমির ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জয়নাল আবেদীন পাটোয়ারী, জামায়াতের উপজেলা আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক ডা. শাহাবুদ্দিন হায়দার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফয়েজুর রহমান। মনোহরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি জহিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মোঃ সহিদ উল্লাহ, হুমায়ুন কবির জামান, খিলা ইউনিয়ন সভাপতি মোবারক হোসেন টিপু, বাইশগাঁও ইউনিয়ন সভাপতি জামাল হোসেন প্রমুখ।