
মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লার মনোহরগঞ্জের নাথেরপেটুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৯ মনোহরগঞ্জ লাকসাম আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. একেএম সারওয়ার উদ্দিন সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, নাথেরপেটুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল গোফরান ভূঁইয়া, খিলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম, বিপলাসার ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকারিয়া, উপজেলা শিবিরের পূর্ব শাখার সভাপতি রবিউল, নাথেরপেটুয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রব।
প্রধান অতিথি বলেন জামায়াত আপনাদের কল্যাণের পথ দেখাচ্ছে যে কল্যাণ দুনিয়া আখেরাতে মুক্তির কল্যাণ। দেশে ইসলাম কায়েমে কোনো অমুসলিম বাধা নয়, বাধা হচ্ছে নামধারী মুসলমান।
আজকের মানব রচিত বিধানে যে আইন চলে আমরা সে আইন কোরআন দিয়ে চালাতে চাই। তিনি বলেন আমরা দেশে কোরআনের বিধান দিয়ে দেশ চালাতে চাই, দ্বীন কায়েম করতে চাই, তখন কিছু সুবিধাভোগী আলেম আমাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন অথচ বিগত ১৭ বছর যখন জালিমেররা আলেম ওলামা ইসলামের উপর যুলুম করেছে তখন এদের কোনো ফতোয়া ছিলোনা। এসব আলেমরাই দেশে দ্বীন কায়েমে বড় বাধা।
তিনি আরো বলেন ইসলামি রাষ্ট্র কায়েম হলে সকল ধর্মের মানুষের কি কল্যাণ হবে আমরা মানুষকে সেই কল্যাণ বুঝাতে সক্ষম হয়েছি।
যারা ভোটকে হারাম বলে ফতোয়া দিচ্ছেন তাদের উদ্দেশে বলেন ভোট হারাম হলে কোন পদ্ধতিতে দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা যায় সেই পদ্ধতি দেখান আমরা সেটি গ্রহণ করবো।
আজকে অনেকে বলেন পিআর বুঝেননা, ওনারা একসময় কেয়ারটেকার বুঝতেননা পরে সেই কেয়ারটেকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছে, এমনও হতে পারে সামনে পিআরের জন্যও তারা আন্দোলন করবে।
তিনি আরো বলেন আমরা জুলাই গণহত্যার বিচার চাই, বিচার করতে হবে। তিনি বলেন আমরা সমতার রাজনীতি করতে চাই, একে অন্যকে বাধার সৃষ্টি না করে নিজ দলের জন্য কাজ করি।
শ্রমিক কল্যাণ নেতা হুমায়ুন কবির জামানের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন সহ সভাপতি শাহাজান পাটোয়ারী, মাওলানা জুনায়েদ সিদ্দিকী, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আবদুল ওহাব, শ্রমিক কল্যাণ সভাপতি মাসুম বিল্লাহ, যুব বিভাগের সভাপতি আবু তাহের, সেক্রেটারি আবদুল আজিজ প্রমুখ।