অনলাইন ডেস্ক: গত ২৪ সেপ্টেম্বর রাজশাহী বিমানবন্দর রোড বায়াতে একটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে!
প্রত্যক্ষদর্শীরা জানায় বাইকটি গতি হারিয়ে স্লিপ করে পড়ে যায়! বাইক ওয়ালার তেমন কোনো ক্ষতি হয়নি! পিছনে বসা মেয়েটি পড়ে গিয়ে রাস্তার রেলিংয়ের সাথে প্রচন্ডভাবে বারি খায় এবং কাতরাতে থাকে!
ঐ সময় বখাটে প্রেমিক নাকি মেয়েটির কাছে না গিয়ে তার জুতা খুজতেছিল! এক পথচারী ওনাকে বললো ভাই আপনি মেয়েটাকে না ধরে, জুতা খুজতেছেন বুঝলাম না ! মেয়েটি আপনার কে,আপনার বাসা কোই,,,ছেলেটি কোনো পরিচয় ঠিকঠাক বলছিল না! এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল!
প্রত্যক্ষদর্শীরা এক প্রকার জোর করে একটা রিকসা ধরে ছেলেটির সাথে মেয়েটিকে হাসপাতালে পাঠিয়ে দেন! কোনোভাবে মেয়েটিকে হাসপাতালে রেখে ছেলেটি পালিয়ে যায় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটি মা/রা যায়!
পরবর্তীতে জানা যায়,মেয়েটি বিবাহিত, তার একবছর আগে বিয়ে হয়েছে,তার স্বামী আছে! তিনি এই বখাটে ছেলের সাথে পরকীয়া করতেন!