বিশেষ প্রতিনিধি: ২০১৩ সালের শাপলা চত্বরের ঐতিহাসিক আন্দোলনে আহতদের চিকিৎসায় অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালকে শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।
আজ (৭অক্টোবর ) সোমবার রাজধানীতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালের সুপারিনটেনডেন্ট ডা. হাফিজুর রহমান, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মা /মুনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মা /মুনুল হক বলেন, শাপলা চত্বরের ইতিহাস বাংলাদেশের শত বছরের বাঁকবদলকারী ইতিহাস। ২০১৩ সালে ইসলামের ইতিহাস মুছে দিয়ে বিজাতীয় সংস্কৃতি চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে যে জাগরণ সৃষ্টি হয়েছিল, তার নামই শাপলা চত্বরের ইতিহাস। সেই জাগরণই বাংলাদেশে নাস্তিক্যবাদের উত্থান রুখে দিয়েছিল।
তিনি আরও বলেন, শাপলার ইতিহাস শুধু একটি আন্দোলনের গল্প নয়; এটি একটি ঈমানি চেতনার নাম। সেই চেতনা ও শহীদদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শাপলা স্মৃতি সংসদ গঠন করেছি, যাতে শাপলার ইতিহাস ও শহীদদের পরিবার চিরকাল স্মরণে থাকে। আজ ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালকে সম্মাননা জানিয়ে আমরা মূলত শাপলার শহীদদের প্রতিই শ্রদ্ধা জানাচ্ছি।
মাওলানা মা /মুনুল হক হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান- যেভাবে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটাল তখন ঝুঁকি নিয়ে আহতদের পাশে দাঁড়িয়েছিল, তেমনি ভবিষ্যতেও যেন তারা শাপলার শহীদদের পরিবারের সদস্যদের চিকিৎসায় অগ্রণী ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হাসপাতালের অন্যতম পরিচালক শাহিন আহমদ খান, প্রশাসন ইনচার্জ ও সহকারী সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আজিজ রিয়াদ, শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামাল উদ্দীন, হাসপাতালের সিনিয়র কর্মকর্তা এবং শাপলা স্মৃতি সংসদের অন্যান্য নেতৃবৃন্দ।