
বিশেষ প্রতিনিধি: অদ্য ১৮ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে কিশোরগঞ্জ জেলার নিকলি থানার দেওরাইল গ্রামের বাসিন্দা মো: রফিকুল ইসলামকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। বর্তমানে তিনি ভাটারা, ঢাকায় বসবাস করছেন। চিকিৎসা সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মো: সোহাগ, সাংগঠনিক সম্পাদক সারোয়ার মাহিন, সদস্য বোরহান উদ্দিন ও বাছির গাজী। সহায়তা পেয়ে রফিকুল ইসলাম গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল হোসেন মোল্লা এবং ফাউন্ডেশনের সকল সম্মানিত সদস্যদের প্রতি।