মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লার মনোহরগঞ্জে উদ্বোধন করা হয়েছে আরাফাত রহমান কোকো প্রীমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট। মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহসান হাবিব মজুমদার, ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল্লা, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা।