প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৫, ৬:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২৫, ৫:৩৯ এ.এম
একই পরিবারের ৪ জন দাফন !
বিশেষ প্রতিনিধি: গতকাল কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে লরির চাপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন হয়েছে। রাত ১২ টায় পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন সম্পন্ন করা হয়।
গতকাল ২২ আগস্ট শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে লরির চাপায় একই পরিবারের চারজন নি*হ*ত হন।
নিহতরা হলেন, কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাসিন্দা।
নিহত ব্যক্তিরা হলেন, মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তাদের ছেলে আবুল হাশেম স্বপন (৫০) ও ছোটো ছেলে আবুল কাশেম মামুন (৪৫)।
প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম স্বপন।
তাদের মৃত্যুতে পরিবার, স্বজন এবং পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাবার সময় এ দূর্ঘটনা ঘটে।
রাত ৮টা ৪৫ মিনিটে লাশবাহী গাড়ি হোসেনপুরে পৌঁছায় নিহতদের গ্রামের বাড়ি বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামে।
রাত ১১ টায় জানাজা শেষে ১২ টায় তাদের দাফন সম্পন্ন হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত