মোঃ আলমগীর হোসেনঃ
৫ই আগষ্ট (৩৬ জুলাই) ছাত্র-জনতার গন অভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা এবং লাকসাম পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজনে মঙ্গলবার (৫আগস্ট)বিকাল ৪টায় বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। লাকসাম দৌলতগঞ্জ মসজিদের সামনে থেকে লাকসাম বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাইপাস গোল চত্বর এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজিএমইএ এর মহাসচিব, সাবেক ডাকসু'র সদস্য ও যুবদলের কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ড. রশিদ আহমেদ হোসাইনী ।
এসময় তিনি বলেন -আওয়ামী লীগ ১৭বছরে অবৈধ ভাবে ক্ষমতায় থেকে সকল ধরনের অন্যায় অপরাধ করেছিলো।কিন্তু জুলাই -আগস্ট গণ অভ্যুত্থানে পরাজিত হয়ে দলটির সকল নেতা-নেত্রী বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আওয়ামী লীগের পলায়নের বছর পূর্তীতে আজ আমাদের আনন্দ র্যালী।
তিনি বলেন -বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়েছে। বর্তমানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য বাস্তবায়নে বিএনপি কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন- নির্বাচন কমিশনার আসন বিভক্তির নামে জাতীয় সংসদ নির্বাচনকে পিছানোর ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনুস জাতিকে সংসদ নির্বাচনের যে রোড ম্যাপ দিয়েছেন, আমরা প্রত্যাশা করছি তিনি তাঁর ঘোষিত নির্দিষ্ট সময়ে নির্বাচন দিয়ে দিবেন।
পরে তিনি কুমিল্লা -৯ নির্বাচনী এলাকা (লাকসাম -মনোহরগঞ্জ) বিভক্তির প্রস্তাবকেও প্রত্যাখ্যান করেন।
বিশেষ অতিথি ছিলেন যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা এডভোকেট সাইফুল ইসলাম।
লাকসাম পৌরসভা বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বৃহত্তর লাকসাম বিএনপির সাবেক সদস্য - এ,কে,এম আতিকুর রহমান লিটন, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ ছায়েদুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক মাইন উদ্দিন সাকিব, লাকসাম ন.ফ. সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ ইলিয়াছ মজুমদার প্রমুখ। এছাড়া উক্ত র্যালীতে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী অংশগ্রহণ করে।