গতকাল ১৯ জুলাই ২০২৫ কেন্দ্রীয় ছাত্র দলের কর্মসূচি অনুযায়ী বাদ আসরের নামাজের শেষে কুমিল্লা মনোহরগন্ঞ্জ উপজেলার শরীফপুর শাহী মসজিদে জুলাই -২৪ এ শহীদ ও আহতদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা ছাত্রদল।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা বাইশগাঁও ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ ওয়ালি খান সুমন, ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ রিপন চৌধুরী, জাহিদ কাজী, উপজেলা হাসনাবাদ ইউনিয়ন ছাত্র দলের ধর্ম বিষয়ক সম্পাদক মহসিন ভূইয়া, ছাত্রদল নেতা তারেক মাহমুদ, বক্তারা বলেন, ‘জুলাই-২০২৪ এ শহীদদের যেই ত্যাগ তা কোনো কিছুর বিনিময়ে শোধ করা যাবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের শহীদদের কবরের আজাব মাফ করে দেন। একইসঙ্গে আহতদের সুস্থতা কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বাইশগাঁও ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন বিপ্লব বিএনপি নেতা আবদুল কাদের মনু, ইকবাল হোসেন রিপন, ছাত্রদল নেতা সোহাগ, নুরুল হুদা, তারেক, রিপন, বাইশগাঁও ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা জোবায়ের হোসেন, বাইশগাঁও ইউনিয়ন ছাত্র দলের প্রস্তাবিত আহবায়ক মোঃ আশরাফুল ইসলাম রাসেল, ছাত্রদল নেতা সোহাগ, নুরুল হুদা, তারেক, রিপনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।