1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
ওয়েবসাইটে দাঁড়িপাল্লা প্রতীক যোগ করলো ইসি দোলা’র নির্দেশে লাকসামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি মনোহরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত এ ঘর আমার নয় –সাঈদা আজিজ চৌধুরী শিবালয়ে মোতালেব মোল্লার স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প জলবদ্ধতা নিরসনে মনোহরগঞ্জে অবৈধ বাঁধ ও স্থাপনা অপসারণ মনোহরগঞ্জে লক্ষণপুর ইসলামিয়া ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন জলাবদ্ধতা নিরসনে বৃষ্টিতেও কাজ করছেন মনোহরগঞ্জের ইউএনও মাহমুদুর রহমানের মায়ের মৃত্যু সমবেদনা জানাতে বাসায় এলেন শিল্প উপদেষ্টা, বিএনপি মহাসচিব বাইশগাঁও ইউনিয়ন ১ নং ওয়ার্ডে নবগঠিত ইউনিয়ন ছাত্রদলের কমিটির পরিচিতি সভা

ওয়েবসাইটে দাঁড়িপাল্লা প্রতীক যোগ করলো ইসি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

দীর্ঘ নয় বছর পর নিজস্ব ওয়েবসাইটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীকটি যোগ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার দুপুরে ইসির ওয়েবসাইটে জামায়াতে ইসলামীর নামের পাশে প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা দেখা যায়।

ইসি সচিব আখতার আহমেদ জানান, কমিশনের নির্দেশনায় ওয়েবসাইট হালনাগাদ করা হয়েছে।

এর আগে ২০১৬ সালে সুপ্রিম কোর্টের এক প্রশাসনিক আদেশে দাঁড়িপাল্লা প্রতীকটি বিধিমালা থেকে বাদ দেয় ইসি। একই সঙ্গে ওয়েবসাইট থেকেও প্রতীকটি সরিয়ে নেয় সংস্থাটি। তবে তালিকায় দলের নাম ও ক্রমিক নম্বর থেকে যায়।

এরপর ২০১৩ সালে হাইকোর্টের দেওয়া রায়ের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে দলটির নিবন্ধন বাতিল করে ইসি। সে সময় দলের নামও সরিয়ে নেওয়া হয়। তখন থেকে ইসির তালিকায় জামায়াতের ১৪ নম্বর ঘরটি ফাঁকা ছিল এতোদিন।

সম্প্রতি আদালতের নির্দেশনায় দলটিকে প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেয় ইসি। সে সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, দলটিকে প্রতীকসহ নিবন্ধন দেওয়া হয়েছিল এবং সেটা পরে আদালতের আদেশে বাতিল করা হয়। কিন্তু আদালত আবারও নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ দেওয়ায় দলটি প্রতীকসহই নিবন্ধন পাবে।

এদিকে, দাঁড়িপাল্লা প্রতীকটি এখন বিধিমালায় যোগ করা হয়েছে। ইসি সচিব আখতার আহমেদ বলেন, এতে কোনো অসুবিধা নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট