মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
মঙ্গলবার ১ জুলাই ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), মনোহরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত হওয়া শহীদ মনির হোসাইনের কবর জেয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়।
এই আয়োজনে জুলাই আন্দোলনে আহত সকলের দ্রুত আরোগ্য কামনা এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদের পূর্বে উপজেলার গর্ব, শহীদ মনির হোসেনের কবর জিয়ারত করা হয়।
এ সময় উপজেলা এনসিপির বক্তারা বলেন, শহীদ মনির শুধু মনোহরগঞ্জ নয়—বাংলাদেশের গর্ব। তিনি অন্যায়ের বিরুদ্ধে জীবন দিয়েছেন। আমরা তার রক্তঋণ কখনো ভুলবো না।” তিনি পেশাগত জীবনে একজন গার্ড(দারোয়ান ছিলেন) খুনী হাসিনার পেটুয়া বাহিনী পুলিশ লীগের গুলিতে নতুন বাংলাদেশ৷ বিনির্মানে জীবন দিয়ে প্রাণ উৎসর্গ করেন শহিদ মনির ভাই।
এসময় উপস্থিত ছিলেন এনসিপির মনোহরগঞ্জ উপজেলার যুগ্ম সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান মাসুদ, যুগ্ম সমন্বয়কারী লুৎফুর রহমান মামুন, আদিত্য শাহরিয়ার, পেয়ার আহাম্মদ মজুমদার, সদস্য রাকিব হোসাইন, হোসাইন আহাম্মদ, আনোয়ার হোসাইন। মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের প্রেসিডিয়াম সদস্য ও মনোহরগঞ্জ মানবকল্যাণ ট্রাষ্টের ক্রিড়া বিষয়ক সম্পাদক, জাহাঙ্গীর আলম মিজি।