কফিলের ছেলে সান্ডা খাবে
গরীব ভৃত্য সান্ডা কোথায় পাবে?
দিয়ে সার্চ গুগলে তার একটা সমাধান মিলে।
গুগল মামা দেয় বলে সান্ডা পাবে মরুর বুকে,
মাইলের পর মাইল খুঁজে সান্ডা ধরে দুখেদুখে!
সান্ডা খেয়ে কফিলের পরিবার আছে সুখে।
১০ থেকে ৩৬ ইঞ্চির টিকটিকি নাম তার সান্ডা,
পাঁচ থেকে ত্রিশটা পাড়ে তারা আন্ডা।
বড়ো হয় জন্মের পর খেয়ে মায়ের মল,
তারপর লতাপাতা আর নানাজাতের ফল।
লেজ মোটা শক্ত আর খাঁজযুক্ত,
কফিল আর কফিলের ছেলে তার ভক্ত।
কিছু কিছু বাঙালিও হয়েছে এখন যুক্ত!
সান্ডা, সান্ডা! চারিদিকে সান্ডা!ফেইসবুকও নয় মুক্ত!
আবেগি বাঙালি সান্ডা ভেবে ধরে গুইসাপ!
বনবাদাড় উড়াল করে করিয়া সাফ।
ওরে ভাই আমারে করে দে তুই মাপ,
আমি সান্ডা নারে, আমি গুইসাপ!
সান্ডা নামে গুইসাপ খেয়ে, আছে কেউ হাসপাতালে,
কি মন্ত্র দিলো যে কফিলের ছেলে!
বাঙালি যুবকের রাত-দিন একাকার
করে চিৎকার, সান্ডা-সান্ডা বোলে!