প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ৩:০২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৫, ৩:১৬ পি.এম
 শুধু অনুরোধ –মারিয়া নূর 
  
         
  
        
    
    
দৃষ্টির আশীর্বাদে কবিতারা হয় প্রেম।
 
কলমে তখন ভর করে মাদকীয় উপাখ্যান।
যখন তখন অযৌক্তিক আবদারের যানজট -
এলোমেলো শব্দালঙ্কারে ভরে ওঠা উঠোন,
অলক্ষেই হয়ে যায় কাল বিজয়ী উপন্যাস।
রাতের গায়ে বিছানা পাতে আদিম রূপকথা।
 
যে অতীত ছিলো কষ্টের অনুলিপি,
তার মুনাজাতেও এখন আদুরে গল্প।
গোলমেলে হিসেবের খাতায়
খুব গোছালো বিশ্লেষন।
বুকের চৌকাঠের দুর্ভিক্ষ গিলে,
নবান্নের মহাৎসবে মাতোয়ারা সারা পাড়া!
হতাশায় বিলুপ্ত প্রত্যাশারা,
কেমন লকলকিয়ে বেঁচে ওঠে!
লতায় পাতায় শৈল্পিক সৌন্দর্যে হয় অরণ্য।
পলকেই দেখি! হ্যাঁ দেখি - হতবাক দেখি!
ইতিহাসের সেজে ওঠা নতুন সংযোজনে।
 
হে দেব - কিছুই তো আর অবশিষ্ট রাখনি
যে চাইবো নতুন করে।
শুধু অনুরোধ, এ ভূখণ্ডে
আর কোনও বৈরাগ্য ছেড়ে যেও না।
 
 
    
        
             © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত