প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ৯:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৫, ২:০০ পি.এম
 স্বাধীনতা –আব্দুল আউয়াল (মানিক) 
  
         
  
        
    
    
কত কস্টে আত্মত্যাগে তোমাকে পেয়েছি,
 
দিয়েছো তুমি যতটুকু আমরা চেয়েছি!
 
যে আশায় তোমাকে করেছি স্বাধীন ,
হায়ানার থাবায় বার বার হয়েছে বিলীন,
 
ক্ষমতার লোভে তুমি বার বার হলে রক্তাক্ত,
তোমায় মাড়িয়ে করতে চেয়েছে ক্ষমতা পাকাপোক্ত।
 
শোসন শাসন সবি তাদের নিত্যদিনের কাজ,
স্বাধীনতার বুলি আওড়ায় চোখে নাই লাজ।
 
নির্লজ্জতায় ভরে গেছে স্বাধীন দেশের মাটি,
দেশের সম্পদ পাচারকারী ওরাই নাকি খাঁটি!
 
ওরাই নাকি রক্ষা করবে স্বাধীন দেশের মাটি,
টাকার পাহাড় গড়ছে যারা নেতার পা চাটি।
 
 
    
        
             © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত