প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ৯:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৫, ২:০২ পি.এম
 মক্ষী রাণী –এম এ আলীম 
  
         
  
        
    
    
বইসা আছে ভারতে
চুলের মুঠি ধইরা ভরো
আয়না ঘরের গারদে।
 
দাদার কোলে বসে বসে
দিবাস্বপ্ন দেখে হায়
আবার দেশের শাসন করবে
এসব শোনে হাসি পায়।
 
ডেবিল হান্ট চলছে আপা
কোথায় আছো লুকাইয়া
হাতের কাছে পাইলে তোমায়
জেলে দেবে ঢুকাইয়া।
 
ফাঁসির রশি ঝুলছে বুবু
চট করিয়া ঢুইকো না
চামচাদেরে ফোন করিয়া
আবোলতাবোল বইকো না।
 
খেলা হবে বইলা তোমার
খেলোয়াড় সব পালাইছে
তোমার বাপের চৌদ্দগুষ্টি
বুড়িগঙ্গায় ফালাইছে।
 
কাবজাপ কম করিয়া
চিপায় বইসা চুপ থাকো
চামড়া ছিলে লবন দিবে
আবার যদি রাও হাকো।
 
রচনাকাল ১৩ ফেব্রুয়ারী ২০২৫ বৃহস্পতিবার
বিকেল তিনটা, ঢাকার জ্যামে বসে বসে।
 
 
    
        
             © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত