1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের আহবান মোস্তাফিজুর রহমান শামীমের প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ কুমিল্লায় বজ্রপাতে ২ স্কুলছাত্রসহ নিহত ৪ নিজামীপুত্র-মীর কাশেম কন্যার গুরুতর অভিযোগ নেতৃবৃন্দের ফাঁসির জন্য বর্তমান জামায়াত নেতারা দায়ী মনোহরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা হাসনাবাদ মাতৃভূমি মডেল একাডেমিতে বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ র‍্যালী অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী দুবারের বেশি থাকতে না পারার প্রস্তাবে একমত জামায়াত মাসিক আল মুনাদীর ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আল মুনাদী রুবি জয়ন্তী ২০২৫ অনুষ্ঠিত তৃণমূল কর্মীদের প্রত্যক্ষভোটে মনোহরগঞ্জ বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত গল্প –মৌলিনাথের একজন নন্দিনী ছিল –সুনির্মল বসু

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাংস্কৃতিক পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত সংস্কৃতির নামে বেহায়াপনা থেকে তরুণ প্রজন্মকে বের করে আনতে হবে – মাওলানা রফিকুল ইসলাম খান

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে
সংস্কৃতির নামে বেহায়াপনা থেকে তরুণ প্রজন্মকে বের করে আনতে হবে মন্তব্য করে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সিনেট সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ইসলামী সংস্কৃতি থেকে দেশকে বের করে বিজাতিদের সংস্কৃতির দিকে তরুণ প্রজন্মকে ঢুকিয়ে দিয়েছে। সংস্কৃতির নামে বেহায়াপনার মাধ্যমে ছাত্র তরুণ ও যুব সমাজকে বিপদগামী করেছে। কারণ এই যুব সমাজ যদি ইসলামী সংস্কৃতি ও জ্ঞানের মাধ্যমে আলোকিত মানুষ হয়ে উঠে তবে আওয়ামী লীগ দেশে ভারতীয় আধিপাত্য বিস্তার করতে পারবে না। কেবল ভারতীয় আধিপাত্য বিস্তারের জন্যই বাংলাদেশের তরুণ প্রজন্মকে বেহায়াপনার দিকে ঠেলে দেওয়া হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারী) সকালে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাংস্কৃতিক পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নতুন বাংলাদেশ পরিচালনার দায়িত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেওয়া হলে, এদেশকে নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তোলা হবে ছাত্র ও যুব সমাজকে। ইসলামী সংস্কৃতি ও জ্ঞান চর্চার সুযোগ সৃষ্টি করা হবে। বাংলাদেশকে বিশ্ব বাসী অনুসরণ করবে এমন কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, আজকের বাংলাদেশে সবচেয়ে বড় সংকট নেতৃত্বের সংকট, সততার সংকট, যোগ্যতার সংকট। এই সংকট নিরসনে ছাত্র এবং তরুণদের এগিয়ে আসতে হবে। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে সৎ যোগ্য নেতৃত্ব তৈরির কাজ করার ফলে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ যখন যেখানে নির্বাচিত হয়েছে, জনগণের দায়িত্বকে আমানত হিসেবে পালন করেছে। কোথাও এক পয়সারও দুর্নীতি জামায়াত নেতৃবৃন্দ করেনি। আগামীতেও জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ মুক্ত বাংলাদেশ গঠন করা হবে। নতুন বাংলাদেশ বিনির্মানে তিনি জামায়াতে ইসলামীর নেতৃত্বে ছাত্র ও তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।
তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মাওলানা খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ট্রাস্টের সেক্রেটারি বর্ষিয়ান আলেমেদ্বীন শায়খুল হাদিস আল্লামা যাইনুল আবেদীন, তামিরুল মিল্লাতের এক ঝাঁক সাবেক স্কলার যথাক্রমে- ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর শামসুল আলম, ইউরোপিয়ান ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদ, বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর নুরুল হক, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর ডক্টর মুহাম্মাদ অলিউল্লাহ, ঘুমান বডি র সদস্য কাজী আতিকুর রহমান, ছাত্র সংসদের ভিপি হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান, মুফাসসির আবুল কাশেম গাজী, মুফাসসির জাকির হোসেন শেখ, প্রফেসর মাওলানা আব্দুস সামাদ, স্বাগত বক্তব্য রাখেন সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর মিজানুর রশিদ প্রমূখ।
ছাত্র সংসদের জি এস তোফায়েল আহমেদ এবং হাফেজ খালেদ সাইফুল্লাহ বকশির সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ছাত্র শিক্ষক অভিভাবক বৃন্দের পদচরনায় মুখরিত ছিল তা’মিরুল মিল্লাত মেইন ক্যাম্পাস ময়দান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট