ভালো ...?
যাক.... তুমি ভালো থাকো ,
কিন্তু আমি যে ভালো নেই
জানো...
আমার না খুব মন খারাপ
শরীর ও ভালো নেই তেমন
জ্বর জ্বর লাগছে কেমন !
তুমি বললে... , হুম,
কি হুম....?
তুমি বললে....
এই যে তোমার শরীর খারাপ
তোমার মনও ভালো নেই
শুনলাম তো... ।
তোমাকে আমার খুব দেখতে ইচ্ছে করছে
তুমি বললে....হুম ,
তোমাকে আমার ছুঁয়ে দেখার ইচ্ছে
তুমি বললে...
কি বলো ...এসব কি হচ্ছে ?
এটা তোমার শুধুই অবুঝ বায়না
তাই আবার হয় নাকি ?
সম্ভব না , তা হয় না .... ।
কেনো সম্ভব না ! কেনো হয় না !
খুব হয়......, তুমি চাইলেই হয়
তুমি চলে এসো ...., চলে এসো তুমি
তোমাকে আমার খুব মনে পড়ছে
খুব দেখতে ইচ্ছে করছে
তোমার জন্য.....
তোমার জন্য ,আমার মন কেমন করছে
তুমি বললে....
কি করবো আমি ?
কি করতে পারি বলো ?
আমার তো কিছু করার নেই ,
ঠিক মতো ঔষধ খাও , বিশ্রাম নাও
সব ঠিক হয়ে যাবে ।
না , হবে না ....কিছু ঠিক হবে না
তুমি না এলে , আমায় ছুঁয়ে না দিলে ...
তোমায় দেখতে না পেলে
আমি ভালো হবো না
আমার মনও ভালো হবে না
তুমিও তো জানো , তবুও কেনো বোঝ না ?
কিছুটা বিরক্ত হয়ে....
তুমি বললে....
কেনো পাগলামো করছো !
এটা তোমার অযথাই আবেগ
এ তোমার অন্যায় আবদার
এমন জেদ কি কেউ করে !
চাইলেই কি আমি আসতে পারি ?
আমি যে এখন বহুটা পথ দূরে ।
আমি চমকে যাই , অবাক হই !
কথায় তোমার , ঘোর কাটে আমার
নিজেকে জাগিয়ে দিলাম , সামলে নিলাম
স্বপ্ন ভেঙে বাস্তব ফিরে পেলাম ।
তোমাকে ভালোবাসতে বাসতে
অধরা আবেগে ভাসতে ভাসতে
শূণ্যতার পায়ে ভর করে ....
দুঃস্বপ্নের শীর্ষ চূড়ায় ঠাই নিয়েছিলম ,
আর তুমি.....
তুমি আমায় অবাক করে দিয়ে
আবেগী বলে , অবোহেলা ঢলে
ভাবনার আকাশ থেকে মাটিতে ফেলে
অন্ধ বিশ্বাসের ঘুম থেকে জাগিয়ে দিলে ।
সত্যিই তো....
কি করে সম্ভব হতো !
আমিও যে বেঁচেও মরে ..
মৃত মানুষের কাছে কি কেউ আসে
না ...কেউ তাকে কাছে টেনে ভালোবাসে ?