মোঃ আলমগীর হোসেনঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে সোমবার (১৬ ডিসেম্বর) বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা ও বিজয়ী র্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আহমদ উল্লাহ ও সেক্রেটারী মাওলানা আবু ছালেহ’র নেতৃত্বে বিজয়ী র্যালীটি মনোহরগঞ্জ বাজারের প্রধান সড়ক শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মুনাযাত করা হয় ও উপজেলার নাথেরপেটুয়া কলেজ মাঠ থেকে শুরু হয়ে মোটর সাইকেল শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
[caption id="attachment_5794" align="aligncenter" width="591"] মনোহরগঞ্জে ইসলামী আন্দোলনের মোটর শোভাযাত্রা।[/caption]
মোটরসাইকেল শোভাযাত্রা ও র্যালীতে অংশগ্রহণ করেন কুমিল্লা দক্ষিণ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি হাফেজ শরাফত করীম, নেছার উদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক মু. মনির হোসাইন, সদস্য ডাঃ আল-হেলাল মাহমুদ, আন্দোলন নেতা মাওলানা আবু বকর ছিদ্দিক আল-হোসাইনী, এসএম শাহাদাত হোসাইন, মনোহরগঞ্জ দক্ষিণ উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান মামুন, সাংগঠনিক সম্পাদক মুফতি নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক নুরুল আলম সুমন, মনোহরগঞ্জ উত্তর উপজেলা ইসলামী আন্দোনের সভাপতি মাওলানা বেলায়েত হোসাইন, সেক্রেটারী মাওলানা আবু নোমান, উপজেলা দক্ষিণ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি মুহাম্মদ মমিন উল্যাহ, উপজেলা দক্ষিণ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা হারুন অর-রশিদসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ইসলাম আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
[caption id="attachment_5795" align="aligncenter" width="507"] মনোহরগঞ্জে ইসলামী আন্দোলনের উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে দোয়া মুনাযাত।[/caption]
ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ জানায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই-আগস্ট ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার সাথে সর্বাত্মক আন্দোলন-সংগ্রামে মুখ্য ভূমিকা পালন করায় এবং ৫ আগস্ট হাজার হাজার সমর্থক নিয়ে দলের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যারিকেট ভেঙ্গে গণভবনের অভিমুখে এগিয়ে যাওয়াসহ সরকার পতনে ভূমিকা রাখায় সারাদেশের মুক্তিকামী ছাত্র-জনতা ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে সমবেত হচ্ছে। আজকের শতাধিক মোটর সাইকেল, কয়েকটি সিএনজি ও পিকআপ শোভাযাত্রা এবং অনুষ্ঠিত বিজয়ী র্যালীতে শত শত মানুষের অংশগ্রহণও এটি প্রমাণ করে।
[caption id="attachment_5796" align="aligncenter" width="517"] মনোহরগঞ্জে ইসলামী আন্দোলনের বিশাল বিজয়ী র্যালী।[/caption]