প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৫, ১২:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৪, ১২:২৭ পি.এম
হৃদয়ের অনুভূতিতে তুই –নজরুল বাঙালি
তোকে দেখলেই যেন হৃদের গহীনে
বিজলী চমকায় একরাশ মুগ্ধতা
ঐ মায়া ভরা মুখটি থেকে চোখ ফেরানো
যায় না মনে হয় সৃষ্টি কর্তার অপরুপ এক সৃষ্টি তুই।
তুই যেন দুর আকাশের রুপালি
চাঁদের আলো নীল জেনাকারি নীল
আলোর মতই আলোকিত যেন শেষ
বিকেলের সূর্য ডুবার লাল আভাকে
হার মানায় তোর সৌন্দর্যটাকে এ
যেন তুই রুপের রানী রূপবতী কন্যা।
অপরুপ তোর দেহের গঠন এ বুঝি
পরীর রানী আকাশ থেকে নেমে এলো
ধরনীর বুকে মনে বড় ইচ্ছে জাগে তোর
পাশে গিয়ে ছুঁয়ে দেখি তুই মানুষ নাকি
হুর এ মন শুধুই চায় যেন তোর মনের
খোলা জানালায় উঁকি যুকি মারি কিন্তু
মনে বড় ভয় কি যানি কি হয়।
তোকে দেখলেই আবেক আপ্লুত হয়
মন তখন হয়ে যাই কবি বা শিল্পী
আর কবি হয়ে লিখি কবিতা বা শিল্পী
হয়ে গাই গুনগুনিয়ে গান বুকে ভিতরে
চিন চিন করে রাখালিয়া বাঁশির সুর আর
অমনি তে হয়ে যাই তোর প্রেমের
রাখাল।
কি করি বল ভেবে পাইনা কুল
তোকে আমি চিনতে করিনি ভুল
আমার এই ব্যাকুল মন
শুধু তোরে খুঁজে সারাক্ষণ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত