প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৫, ১০:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ১:২৮ পি.এম
চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে মনোহরগঞ্জে বিক্ষোভ
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে শুক্রবার বাদ জুমা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া স্টেশন বাজারে বিক্ষোভ করেছে স্থানীয় মুসল্লি ও তৌহীদি জনতা।
অনুষ্ঠিত বিশাল বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাজারস্থ কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নাথেরপেটুয়া স্টেশন কেন্দ্রীয় জামে-মসজিদের খতীব মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, মসজিদের ইমাম মুফতি নজরুল ইসলাম, ব্যবসায়ি কামাল হোসেন, মাওলানা মাহমুদুল হাসান ও ছাত্র প্রতিনিধি আরিফুল ইসলাম মাহফুজ।
এসময় উপস্থিত ছিলেন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের তৌহীদি জনতা। বিক্ষোভ থেকে অবিলম্বে আলিফের হত্যাকারীদের গ্রেপ্তার ও উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবি জানানো হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত