আবদুল বাকী মিলন,মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ আগামীর দেশ নায়েক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শাহ সোলতান খোকন। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব সারওয়ার জাহান ভুঁইয়া দোলন।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুক্তান হোসেন বাসেদ এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামরু ও ছাত্রনেতা জি এম আহসান উল্লাহ এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রফেসর আলী মুর্তজা ভূঁইয়া,এস এম মুনসুর,সাবেক চেয়ারম্যান আব্দুল মুনাফ,সাবেক চেয়ারম্যান আলী,শওকত হোসেন শিহাব,উপজেলা কৃষক দলের আহ্বায়ক গোলাম কিবরিয়া মোজাম্মেল,উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু,সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মহন,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান,বাহারুল আলম বাবর, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহীদুল্লাহ মিজি,ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ শাহ আলম,ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন বাচ্চু,প্রবাসী যুবদল নেতা মোঃ মিটন,স্বেচ্ছাকাল দলের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম,ছাত্রদলের নেতা মোঃ নুর মোহাম্মদ মেহেদী,বিল্লাল হোসেন,নাদিম মাহমুদ।