৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলে এবং জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার লক্ষে মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের বাইশগাঁও বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের ৮, ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইলিয়াছ পাটোয়ারী। ওয়ার্ড বিএনপির সভাপতি সুলতান আহমদ আর্মির সভাপতিত্বে ও যুবনেতা সুমন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি'র সাবেক সংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইব্রাহীম খলিল বাবুল, সাবেক চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ উল্লাহ,ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, বৃহত্তর লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাষ্টার ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আদুল ওয়াদুধ মোল্লা,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহ পরান, যুবনেতা ওয়ালি খান সুমন,ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কারা নির্যাতিত যুবনেতা গোলাম মোস্তফা সুমন, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য প্রবাসী আরিফুর রহমান, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মোহন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রহমত উল্লাহ, আবুল হোসেন পাটোয়ারী,জানে আলম, জাহাঙ্গীর আলম, যুবদলের সাবেক সংগঠনিক সম্পাদক মনির মৃধা,মাষ্টার মনির হোসেন, যুবদলের সদস্য হুমায়ুন কবির বাবলু, হুমায়ন কবির, আবদুল হান্নান, মাহমুদুল হাসান, ছাত্রনেতা জাকির হোসেন, কবির হোসেন, মোঃকামাল হোসেন, মোঃ রায়হান চৌধুরী, কাজী জাহিদ প্রমুখ।