জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের নির্দেশনায় দলের কর্মকাণ্ডকে গতিশীল ও নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হযেছে।
মনোহরগঞ্জ উপজেলা লক্ষণপুর ইউনিয়নের বৃহত্তর ৩ নং ওয়ার্ড মড়হ, গাজিয়াপাড়া, খরখরিয়া ও মাজিয়াখালী জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রবীণ বিএনপি নেতা গোলাম সারোয়ারের সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষণপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ আবুল খায়ের। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সচিব আমান উল্লাহ চৌধুরী, ইউনিয়ান বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আলমগীর হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম পাটোয়ারী, মোহাম্মদ আবু নাসের, সাবেক সাংগঠনিক সম্পাদক নুর আলম মিন্ট, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আরিফ হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াসিন, উপজেলা যুবদলের সদস্য আরিফ হোসেন, মোহাম্মদ ইমাম হোসেন প্রমুখ। কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার আলম,৭ নং ওয়ার্ড সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী কামাল হোসেন মজুমদার,৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদ,সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন লিটন,৯নম্বর বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার,বিএনপি নেতা আনোয়ার হোসেন, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি মামুন লিটন,সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুদ্দিন,যুবদল নেতা সাইফুল ইসলাম বাবু, মোরশেদ আলমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।