প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ৬:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৪, ১১:৩০ এ.এম
বিবেকের তাড়না — জিএম জামাল
মানুষ অনুভূতিতে আঘাত করে
কিছুটা হয়তো ভুলিয়ে রাখে
আজকে এই পৃথিবীর সকল মানুষ
খাবি খায় বিশ্বাসের ঘূর্ণিপাকে।
হয়তোবা সত্য কথা তেতো লাগে
কভু মিথ্যে লাগে মিঠে
আবার উচিত কথা বলতে গেলে
কেবল আঘাত আসে পিঠে।
বাহিরের গেটে ঝোলানো সাইনবোর্ড
লেখা কুকুর হতে সাবধান
ভিক্ষুক হেঁটে যায় গেটের পাশ দিয়ে
নিয়তের করুন সমাধান।
সময়ের অবহেলিত মানুষ গুলো
নির্মম শিক্ষায় এ পথ চলা
এবার বেড়িয়ে আসার অদম্য ইচ্ছা
সম্ভাবনার সব দুয়ার খোলা।
লুডুর সিঁড়ি বেয়ে উঠেছি উপর
সাপের মুখে পড়ে আবার লেজে
এবার কি আবার ফেরার পালা
নতুন করে আজ ফেরারি সেজে।
বুকের ভিতর জমে থাকা কষ্ট
কাঁদলে ধুয়ে যায় না জানি
অনুভবের সব জানালা খুলে
দেখি আজ নিয়তির হাতছানি।।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত