প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৫, ৪:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৪, ১১:২১ এ.এম
গিরগিটি –মুক্তা পারভীন
গিরগিটি দেখতে কেমন ছিল
আমি জানি না
রঙ বদলালেই বা কেমন হয়
তা ও জানি না
শুনেছি গিরগিটি রঙ বদলায়।
কিছু কিছু মানুষকে দেখেছি
ক্ষণে ক্ষণে কিভাবে
ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে
কিভাবে সাপের মতো
খোলস পালটায় মুহূর্তে।
কিভাবে কাক থেকে কোকিল
গাধা থেকে ঘোড়া হতে চায়
তারা ভুলে যায় নিজের অতীত
অথবা নিখুঁত অভিনয় করে
পাকা অভিনেতার মতো।
এরা সমাজের ক্ষত, পচনশীল ঘা
ডালপালা বিস্তার করে আছে
সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে
উই পোকার মত নিরবে নিভৃতে ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত