প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ৯:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৪, ৩:৪৮ এ.এম
পালাবদল –আব্দুস সাত্তার সুমন
হালকা হালকা শীতের জাগান
গরম যাচ্ছে চলে,
ঋতুরাজের পালাবদল
শীত আসলো বলে!
জলের মাঝে জোসনা রাশি
জ্বলছে প্রতিচ্ছবি,
ভোরের আলোয় শিশির ভেজা
উঠলো জেগে রবি।
শাপলা ফুলের পদ্ম বাহার
ফুটে শরৎকালে,
মাঝিমাল্লা হাল ধরেছে
পড়ছে ইলিশ জালে।
শ্যামল মায়ের কাব্য গাঁথা
সবুজ ছায়ায় মাখা,
সাদা সাদা কাশবনেতে
নিপুন হাতে আঁকা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত