প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ৯:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৪, ২:২৭ পি.এম
তবুও স্বপ্নে এসো –শাহ সাবরিনা মোয়াজ্জেম
-----------------------তুমি যখন ছিলে মা
স্পর্শময় দিনগুলো আলোকসজ্জায়
-------------------------------ভরে ছিলো—!
তোমাদের ভীরে আমি ছিলাম গন্ধবিলাসি।
আজ যুগের পর যুগ যাচ্ছে
তুমি নেই—
আমি আছি স্পর্শহীন গন্ধবিহিন
লাবণ্যরহিত অস্পৃশ্য হয়ে
লাবণ্যহীন গিরগিটি হয়ে।
বেতাল হয়নি মা—
মা তুমি বলেছিলে, "হুশ হারাসনে, শান্ত হয়ে যা।"
আমি শিরশির দাঁতের অনুভূতি নিয়ে
জলকন্যাদের ভীড়ে সাঁতরে গিয়েছিলাম
অভিসম্পাতের রাহুগ্রস্তে—!
বার বার দিক ভুল ছিলো মা—!
কিন্তু তোমার রাডারে ধরা পড়ে যেতাম।
তারপর অতি যত্নে ক্ষারবিহীন জীবন
দিতে চেয়েছিলে কিন্তু সময় বড় কম ছিলো
আমাদের দুজনার মাঝে।
মাথায় চুলে চিরুনি করে বলতে,
"অতি চুলের গতি নেই।"
মা তুমি যা উপলব্ধি করেছো
-------------------তা-ই হয়েছে—!
মা তুমি যদি বেঁচে থাকতে
আমি শৈবালের নীড়ে বেঙাচি হয়ে
তোমার আঙিনায় থাকতাম।
মা তুমি ছিলে বলেই, তপ্তরোদে স্পর্শময়
--------------------দিনগুলো কথা বলতো—!
আজ তুমি নেই
আমার নিজস্ব উড়াউড়ির জায়গাটা আর নেই।
আমি এখন হুইলচেয়ারে বসে এক ঘরে
বন্দী জীবন কাটাই
সময় গুলো ফেরারি আগামীর মতো
----------------------------------গত হচ্ছে—!
আমি তোমার গায়ের গন্ধ পাই মা।
আমি প্রতিরাতে তোমার গায়ের গন্ধ শুঁকি মা।
মা আমি জানি তোমার ফিরে আসার জো নেই।
তবুও বলবো," তুমি বার বার শুধু স্বপ্নে এসো মা।"
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত