প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ১২:১১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৪, ৪:১৩ এ.এম
আক্কেল সেলামি –রহিমা আক্তার রীমা
বিষাক্ত করে মনটা
থরে বিথরে ভুলে যাও সেই
ভালো লাগার ক্ষণটা।
আরও অভিযোগ দাও গো আমায়
ভুলে যাওয়া সব স্মৃতি
নিন্দিত নই তবুও কেন যে
বাড়লো নিন্দার বিস্মৃতি?
আরও অভিযোগ দাও গো আমায়
নিকৃষ্ট ছিলাম আমি
নিঃশ্বাসে-নিঃশ্বাসে অভিশাপ
দিতে চাও যদি তুমি!
আরও অভিযোগ দাও গো আমায়
ছিলাম না তোমার যোগ্য
ভাসমান প্রেম মরচে ধরা মন
ছিলাম কেবল অযোগ্য।
আরও অভিযোগ দাও গো আমায়
ভুলে ভরা ছিল মন
আঘাতে-আঘাতে ছিঁড়ে দাও
বন্ধনে থাকা জীবন।
আরও অভিযোগ দাও গো আমায়
নেই তো বাঁচার অধিকার
যৌবন যাবে জীবনও যাবে
সয়ে সকল অত্যাচার।
আরও অভিযোগ দাও গো আমায়
পৃথিবী শূন্য আমি
ভুল ছিলাম না তবুও অভিযোগ
পেলাম আক্কেল সেলামি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত