প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ১২:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৪, ১২:১৯ পি.এম
নির্ঘুম রাত্রির বুকে –ফারুক জাহাঙ্গীর
দুঃখরা কেন যেন একটুও ঘুমায় না
নির্ঘুম জেগে থাকে ওরা সারাদিন রাত
নীরব সময়ের বুকে।
এ যেন এক বিশাল জগদ্দল পাথর
চেপে আছে বহুদিন সুখে,
কবিতার মোহনীয় বুকে
কেউ অশ্রুর সরোবরে ভাসাতে চায়
আনন্দ বেদনার হিয়াতল।
সেই ঝুল বারান্দা, কিচেনের হাড়িপাতিল
চারপাশ কিম্ভুতকিমাকার ঘরদোর
ঘুমিয়ে সবাই
নির্ঘুম রাত্রির বুকে জেগে আছি শুধু
তুমি আর আমি
সাথে আছে অন্ধকার বুভুক্ষু সময় ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত