প্রাইম রোজ স্কুল উত্তরা'র আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর এ কে মিলন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রফেসর ড. আইয়ুব নবী খান, উপ উপাচার্য বিজিএমইএ বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম এবং উত্তরা ১২ নং কল্যান ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি জনাব দেলোয়ার হোসেন। জাতীয় পতাকা ও স্কুলের পতাকা উত্তোলন এবং শিশুদের নিয়ে কেক কেটে স্কুলের উদ্বোধন করা হয়। আলোচনায় আধুনিক ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার উপর গুরুত্ব আরোপ করা হয়। আগামী কাল থেকে ২০২৫ শিক্ষাবর্ষের বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনের ভর্তি কার্যক্রম শুরু করার ঘোষণা দেয়া হয়। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।