মোঃ আবদুল বাকী মিলন, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ শিক্ষাই জাতির মেরুদন্ড আর শিক্ষার ভিত্তি হল প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষকরা শিক্ষার কান্ডারী, এই স্লোগানকে সামনে নিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সমন্বয়ে পরিষদের উদ্যোগে মনোহরগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন। উপজেলা প্রাঙ্গণে এই মানববন্ধন আয়োজন করেন দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয়ে পরিষদ মনোহরগঞ্জ উপজেলা শাখা।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা এবং উপজেলা শিক্ষা অফিসার কাজী মোঃ জাহাঙ্গীর হাতে স্মারকলিপি প্রদান করেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কুমিল্লা জেলা শাখার নির্বাহী সাধারণ সম্পাদক মোঃ বাহাউদ্দন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, মনোহরগঞ্জ শাখার সভাপতি ফজলুল হক মিলন। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের পক্ষে বিজয় কর্মকার,পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কায়সার মাহমুদ,পোমগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দিদারুল আলম, গোয়ালিয়ারা সরকাররী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, খানাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক সুমন চন্দ্র দেবনাথ,জলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মাসুদ রানা, বরল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী ফয়েজ আহমেদ, হাতিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, লক্ষনপুর সরকার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আলাউদ্দিন ভূঁইয়া, মোঃ আবুল হাসনাত, মোহাম্মদ নূর হোসেন,আল আমিন শরিফ প্রমুখ।