মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি প্রতিবাদে মনোহরগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন হেফাজত ইসলাম বাংলাদেশ মনোহরগঞ্জ উপজেলা শাখা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ভারতে সংখ্যালঘু কোনো জাতি নিরাপদভাবে বসবাস করতে পারে না এ ধরনের অন্যায় কোনোভাবে মেনে নেওয়া যায় না। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির জন্য ভারতকে ক্ষমা চাইতে হবে। এবং মহানবীকে অবমাননাকারীদের গ্রেপ্তার করে সঠিক বিচার করতে হবে।
তারা আরো বলেন অন্তর্বর্তী সরকার আপনারা ক্ষমতায় আছেন,আপনারা এখনও রাষ্ট্রিয় নিন্দা করেননি,ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ করতে হবে।
প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল উপজেলা সদরের খোদাই ভিটা থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন অলিগলির প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিল সমাপ্ত হয়।
উল্লেখ্য,গত আগস্ট মাসে রাসুল (সা.) কে নিয়ে কটূক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাকে সমর্থন করেছেন বিজেপির বিধায়ক নীতেশ রানে। এ দুজনের বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের গ্রেপ্তার করেনি।
বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ মনোহরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওঃ সহিদ উল্লাহ,সহ-সভাপতি মাওঃ জামাল হোসেনসাধারণ সম্পাদক মাওঃ আহম্মদ উল্লাহ
যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন,মাওলানা আব্দুল কাদের, সহ সাধারন সম্পাদক মাওলানা লোকমান হোসাইন,
সাংগঠনিক সম্পাদক মাওলানা নজির আহমদ,সহ সংগঠনিক বাহা উদ্দিন তারেখ, দপ্তর সম্পাদক মাওলানা এমদাদ উল্লাহ ফরাজী, অর্থ সম্পাদক মাওলানা শরিফ উদ্দিন প্রমুখ।