প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ১১:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৪, ৭:৪৫ এ.এম
মিছিলে প্রেম-মেহনাজ পারভীন
তোমায় ভালোবাসি
পতাকাটা বাঁধতে গিয়ে
চোখের কোণায় ভাসি।
আমার কিছু ভাল্লাগে না
রক্ত ঝরে বুকে
জয়ী হয়ে ফিরে এসো
ঘর বাঁধিবো সুখে।
যখন শুনি সেই তুমিটা
মৃত্যুঞ্জয়ী বীর
নির্বাক আমি ঐ যন্ত্রনায়
কলিজা চৌ-চিড়।
ঐযে 'জবাব চাই জবাব দাও'
স্লোগান তোমার কণ্ঠে
মানুষগুলো হুবহু মানুষ
জানটা নিলো লুণ্ঠে।
মিছিলে মিছিলে শুনি
দিশেহারা শব্দ
তুমি ছাড়া ধুঁকে মরি
ভালোবাসা জব্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত