তুমি সুহাসিনী, সুভাষিনী,
ওগো মোর রুহানি।
কীভাবে করবো বর্ণনা
তুমি যে রূপের অপরূপ ঝর্ণা।
করিতে অবগাহন
অপেক্ষায় আছে কত তৃষিত প্রাণ।
তোমার হরিণী নয়ন,
ভাঙ্গতে পারে ঋষিরও ধ্যান।
তোমার অপরূপ চাহনি,
মোর ক্ষুদ্র জ্ঞানে
কী লিখবো তোমার জীবনী?
আমার চোখে তুমি ফুটন্ত গোলাপ,
হয়তো ভাববে এটি পাগলের প্রলাপ।
সত্যি বলছি তুমি অতি ভাগ্যবতী,
দোয়া করি ভাগ্যে জুটুক পূণ্যবান পতি।
নির্মল চরিত্র তোমার জানি,
সেই জন্য ভাগ্যবতী তোমার জননী।
তোমার সফল জীবনের জন্য
ভাগ্যবান পিতার নিকট রয়েছ অনেক ঋণী।
হৃদয় পটে আঁকা তুমি
শিল্পী জয়নুলের জীবন্ত ছবি,
তোমার জন্যই হয়েছি শুধু কবি।
তুমি নজরুলের হারানো নার্গিস,
সত্যিই তোমাকে করি অনেক মিস।